দেখে নিন, বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন যারা !!
আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে উদ্বোধন হবে বঙ্গবন্ধু বিপিএলের। এবারের বিপিএলকে জাঁকজমকপূর্ণ করে তোলার জন্য হাতে নেয়া হয়েছে নানান পরিকল্পনা। আট হাজার দর্শক গ্যালারিতে বসে দেখতে পারবেন বিপিএল-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
বুধবার (৪ ডিসেম্বর) বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন দুই বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এছাড়াও বলিউডের দুই সঙ্গীত তারকা সনু নিগম ও কৈলাশ খের। তাদের পাশাপাশি থাকছেন দেশী ব্যান্ড তারকা জেমস। থাকবেন মমতাজও।
প্রসঙ্গত, আগামী ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।