দেশের চলমান করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ৫ এপ্রিল !!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন । আগামী ৫ এপ্রিল সকাল ১০টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
এর আগে গত মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের আটটি বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধিসহ মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
সেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘করোনা ভা’ইরাস পরিস্থিতি মোকাবিলায় বিন্দু পরিমাণ অনিয়ম সহ্য করা হবে না। সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অভিযোগ বা কোনো অনিয়ম যদি পাই, সে যেই হোক না কেন, তাকে রেহাই দেব না। মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে অর্থশালী-সম্পদশালী হয়ে যাবেন এমন অপচেষ্টা ভুলেও কেউ করবেন না।’এছাড়া দেশে চলমান ম’হামা’রী করোনা ভা’ইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ দেশের জনগণের জন্য ৩১ দফা নির্দেশনা দিয়েছেন।