দেশের ভবিষ্যত নিয়ে শঙ্কা করে যা বললেন আসিফ নজরুল !!
দেশের সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাবির এই অধ্যাপক। তার স্ট্যাটাসটি বিডি২৪লাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-
‘অন্যায়কে দমন করতে না পারলে অন্যায়কারী আরো শক্তিশালী হয়ে ওঠে। আরো বেশী অন্যায় করতে থাকে। সেটা দমন করতে না পারলে সে আরো আরো শক্তিশালী হয়, আরো মহা অন্যায় করার সাহস আর শক্তি পায়। এভাবে বাড়ে অন্যায়কারীর দাপট, কমে মানুষের রুখে দাড়ানোর সাহস।
তারপর দিন দিন একটা দেশ কম্পূচিয়ার পরিণত হয়, তারপর উত্তর কোরিয়ায়। অথবা ফলস মুক্তিদাতার আগমনে পরে মহা বিভ্রান্তিতে। যেমন: আফগানিস্তান, লিবিয়া, রাক। অথবা একদিন মানুষ এক হয়ে নির্মান করতে পারে সুন্দরতর ভবিষ্যত। আমার যেটা একবার পেরেছিলাম একাত্তরে। জানিনা আমাদের এখনকার ভবিষ্যত কি!’