দেশের যে ১৫টি জেলায় করোনায় আ’ক্রান্ত রোগী পাওয়া গেছে !!
বাংলাদেশে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভা’ইরাসে আ’ক্রান্তের সংখ্যা ১২৩ জন ও প্রা’ণ হারিয়েছেন ১২ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৩৩ জন। এখন পর্যন্ত দেশের ১৫ জেলায় করোনায় আ’ক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে।
আজ সোমবার (০৬ এপ্রিল) দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এমনটিই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১২৩ ব্যক্তির শরীরে করোনাভা’ইরাস পাওয়া গেছে। আমার কাছে ১২১ জনের তথ্য আছে।’
তিনি আরো বলেন, ‘আমি সেই তথ্য থেকেই আপনাদের বলছি- ঢাকা মহানগরীতে ৬৪ জন, নারায়ণগঞ্জে ২৩ জন, মাদারীপুরে ১১ জন, গাইবান্ধায় পাঁচ জন, চট্টগ্রামে দুই জন, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, গাজীপুর, মৌলভীবাজার, নরসিংদী, রংপুর, শরীয়তপুর ও সিলেটে একজন করে। আর ঢাকা মহানগরের বাইরে চারজন, জামালপুরে তিনজনের তথ্য পাওয়া গেছে।’
অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, ‘বাংলাদেশের ১৫টি জেলায় আমরা কেস পেয়েছি। কাছাকাছি যেমন একজায়গা থেকে আরেক জনের মধ্যে ছড়াতে পারে, এটা হলো ঢাকা মহানগরী, নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং গাইবান্ধা।’
সূত্রঃ বিডি২৪রিপোর্ট