দেশে করোনায় সুস্থ হলেন পুলিশের ১ হাজার ৮০১ সদস্য !!
করোনাভা’ইরাস মোকাবিলায় সামনে থেকে লড়াই করে এই ভা’ইরাসে আ’ক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা বেড়েই চলেছে। তবে করোনা থেকে সুস্থ হওয়া পুলিশ সদস্যের সংখ্যাও বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় করোনাভা’ইরাস থেকে সুস্থ হয়েছেন পুলিশের আরো ১৫৩ সদস্য। আজ বিকেলে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন নতুন এ ১৫৩ জন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। পরপর দুইবার করোনা নেগেটিভ আসায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাসপাতাল ছাড়ার ছাড়পত্র দেন। এসময় তাদের ফুল দিয়ে বিদায় জানানো হয়।এখন পর্যন্ত করোনাযুদ্ধে জয়ী হয়েছেন পুলিশের ১ হাজার ৮০১ সদস্য। তাদের মধ্যে অনেকেই জনগণের সেবায় আবার কাজে ফিরেছেন।