দেশে মৃ’ত ৪৫ জন সম্পর্কে যা জানানো হয়েছে !!
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে নতুন করে ৪৫ জন মারা গেছে। যা এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যার হিসেবে সর্বোচ্চ। ফলে এখন পর্যন্ত করোনা আ’ক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৫ জনে। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে ৩ হাজার ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা আ’ক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৬৭৫ জনে দাড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭৭৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
মৃত ৪৫ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে ২ জন, ২১-৩০ বছরের মধ্যে ২ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৫ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৮ জন। এলাকা বিশ্লেষণে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছেন।