দ্রুত বাড়ছে আ’ক্রান্তের হার – দেশে প্রতি ৫ জনের ১ জন আ’ক্রান্ত !!
বাংলাদেশে দ্রুত বাড়ছে করোনাভা’ইরাসে আ’ক্রান্তের হার। বাড়ছে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও। গত ২৪ ঘণ্টায় যত নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে পাঁচজনের একজনের করোনা শনাক্ত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে করোনাভা’ইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে দেয়া নমুনা পরীক্ষা ও শনাক্তের তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। সেই তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া যায়।
এ সময় নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৪৫টি নমুনা। তার মধ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৮টি, যা নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৮ জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি এবং এ পর্যন্ত শনাক্ত ৬০ হাজার ৩৯১ জন।’
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ৮১১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।’