দয়া দেখিয়ে ৫০০০ মা’র্কিন সেনাকে বাঁচিয়ে দিয়েছে ই’রান !!
সম্প্রতি ই’রাকে দুটি মা’র্কিন সামরিক ঘাঁটিতে হা’ম’লার পর পাল্টা আ’ঘাত করলে মা’র্কিনদের অবস্থা খারাপ হত বলে মনে করছে ই’রানের ইসলামী বি’প্লবী গার্ড বাহিনীর (আই.আর.জি.সি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলি হাজিজাদেহ।
খবর পার্সটুডের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ই’রানের রাজধানী তে’হরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডার হাজিজাদেহ বলেন, ই’রাকে দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষে’প’ণা’স্ত্র হা’ম’লায় বহু মা’র্কিন সে’না হ’তাহত হয়েছে। তবে আমরা যেভাবে আমাদের অভিযান পরিচালনা করেছিলাম, চাইলে প্রথম ধাপেই ৫০০ মার্কিন সে’নাকে ‘হ’ত্যা করতে পারতাম।’
‘আর যদি যুক্তরাষ্ট্র পাল্টা আ’ঘাত হা’নার চেষ্টা করত, তাহলে পরের ধাপে ৪৮ ঘণ্টার মধ্যে হা’ম’লায় চার থেকে ৫০০০ মার্কিন সে’না প্রা’ণ হা’রাত।’
তিনি আরও বলেন, “আমরা একটি বড় ধরনের অ’ভিযান চালিয়েছিলাম। এ অ’ভিযানের কয়েকটি ধাপ ছিল। আমরা যদি অভিযান অব্যাহত রাখতে চাইতাম, তাহলে তা পুরো অঞ্চল ধ্বং’স হয়ে যেত।”