নতুন করে শ্রমিক নেয়া স্থগিত করলো মালয়েশিয়া !!
মালয়েশিয়ায় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছরের জন্য নতুন করে শ্রমিক আনা স্থগিত করেছে মালয়েশিয়া সরকার।স্থানীয় সময় সোমবার (২২ জুন) দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, বর্তমানে দেশটিতে প্রায় দুই মিলিয়ন বিদেশী কর্মী রয়েছেন। তবে মালয়েশিয়া সরকারের অনলাইন মাধ্যমে নেপাল ও বাংলাদেশদের জন্য নতুন লোক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে থাকলেও এই মহামারির কারণে এই বছর আর তা হচ্ছে না।মন্ত্রী আরো বলেন, এক সময় যে চাকরিগুলো বিদেশিরা করতেন সেখানে শূন্য পদ সৃষ্টিতে কাজ করবে সরকার। এসব শূন্যপদ পূরণ করে মালয়েশীয়দের নতুন করে প্রশিক্ষণ দেয়া হবে।
আমাদের নিশ্চিত করা দরকার যে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে এমন দক্ষ তৈরি করতে হবে যাতে বিদেশি কর্মী ছাড়াও তারা কাজ করতে পারে।নিধন রাখতে হবে এবং চাকরিগুলো আরও আকর্ষণীয় এবং আধুনিকায়ন করতে হবে। যদি চাকরির ক্ষেত্রটি নতুন রূপে প্রকাশ না হয় তাহলে স্থানীয়রা শিল্পে প্রবেশ করতে আগ্রহী হবে না।