নতুন ‘বউ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তাহসান !!
তাহসান খান। তিনি একাধারে সফল একজন গায়ক আবার অভিনেতা-নায়কও বটে। এরই মধ্যে তার বহু নাটক ও সিনেমা দেখেছে দর্শক। যেখানে অভিনয়ে দ্যুতি ছড়িয়েছেন তাহসান।
এদিকে ব্যক্তিগত জীবনে তাহসান ও অভিনেত্রী মিথিলা ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকে মিথিলা নানা প্রেম, নতুন সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকলেও কখনো এসবে ছিলেন না তাহসান খান।
সম্প্রতি বিয়েও সেরেছেন তার সাবেক স্ত্রী মিথিলা। তবে এখনো একাই আছেন তাহসান। তবে এবার এ অভিনেতা জানালেন, পরিবার থেকে তার বিয়ের জন্য চাপ আসছে। সম্প্রতি তাহসানের ‘আনমনে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়। গানটির প্রকাশনা অনুষ্ঠানের এক ফাঁকে- জীবনটাকে নতুন করে সাজানোর ইচ্ছে আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, অবশ্যই, জীবন সাজাতে হবে। তবে এটা সৃষ্টিকর্তাই ঠিক করবেন। আর পরিবারেরও অনেক চাপ বিয়ে নিয়ে। বাবা-মা অনেকদিন ধরেই বিয়ের জন্য চাপ দিচ্ছেন। আমি বলেছি, তোমাদের দেখার কাজ, তোমরা পাত্রী দেখো। আমি প্রস্তুত।
তবে এই ফাঁকে নতুন হবু বউকে নিয়ে বিস্ফোরক মন্তব্যও করলেন তাহসান। বললেন, যদি বিয়ে কাউকে করি তাহলে আমার ব্যক্তিগত জীবন আর কখনো সামনে আনবো না। যে আমার জীবনে আসবে তার প্রাইভেসিটা খুব গুরুত্বপূর্ণ। পাবলিক জানলেই, আমার নতুন বউ নিয়ে আবার ফেসবুক-ইউটিউবে গসিপ শুরু হবে! আমি চাই না, সেও মুখরোচক খবরের শিরোনাম হোক। তাই আমি যা কিছু করি না কেন সবকিছুই গোপন থাকবে।
তাহসান খান সম্প্রতি পূর্ণ করেছেন ১০০ তম নাটক। চলতি বছর (২০১৯) মার্চে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘যদি একদিন’। আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান। ‘নো ল্যান্ডস ম্যান’ নামের ছবিটি নির্মাণ করবেন মোস্তফা সরয়ার ফারুকী।