নতুন যে ব্যবসায় আশরাফুল !!
ক্রিকেটের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন বহু আগেই। সেখানেও ক্রিকেটের ২২ গজের মাঠের মতোই সফল তিনি। এবার খুলেছেন নতুন ব্যবসার দ্বার। বলছি, বাংলাদেশের লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুলের কথা।
সম্প্রতি তিনি ট্যুরস ও ট্রাভেলস ব্যবসায় নেমেছেন। অ্যাশ ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড নামের এই প্রতিষ্ঠান আশরাফুলদের পারিবারিক ব্যবসা হিসেবে পরিচিত। তিন বছর ধরে আশরাফুলের বড় ভাই মোস্তাক আহমেদই পারিবারিক এই ব্যবসার দেখাশুনা করতেন। এখন মোহাম্মদ আশরাফুলও পারিবারিক সেই ব্যবসায় সময় দিচ্ছেন।
অ্যাশ ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হলেন আশরাফুলের বড় ভাই মোস্তাক আহমেদ। আশরাফুল প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।নিজের ফেসবুক পেইজে এ নিয়ে প্রচারণাও চালিয়েছেন আশরাফুল। তুলে ধরেছেন সেবার বিভিন্ন দিক।