নবজাতক ছেলের নাম ‘লকডাউন আর মেয়ের নাম ‘করোনা’ !!
প্রা’ণঘা’তী করোনাভা’ইরাসের তান্ডবে বিপর্যস্ত বিশ্ববাসী। এ ভা’ইরাস মোকাবিলায় গত ২২ মার্চ থেকে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। লকডাউনের মাকঝেই বেড়েই চলেছে আ’ক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি আরও খারাপ হলে দেশটিতে বাড়তে পারে লকডাউনের সময়সীমা।
এমন পরিস্থিতিতে দেশটির উত্তর প্রদেশে জন্ম নিল ফুটফুটে এক শিশুপুত্র। বাবা মা তার নাম রাখল ‘লকডাউন’। এর আগে দেশটির গোরক্ষপুরে জন্ম নেয়া এক শিশু কন্যার নাম রাখা হয় ‘করোনা’।গত সোমবার (৩০ মার্চ) উত্তরপ্রদেশে দেওরিয়ার খুখুন্দু গ্রামে জন্ম হয় শিশুটির।
পরিবারের সদস্যরা জানান, করোনাভা’ইরাস মোকাবিলায় গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন সঙ্কটময় মুহুর্তে এই সিদ্ধান্ত খুবই জরুরি বলে মনে করছেন তারা। তাই প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে সম্মান জানাতেই নবজাতকের নাম ‘লকডাউন’ রেখেছেন বলে জানিয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা।