নাঈমের প্রশংসা করে যা বললেন মাহমুদুল্লাহ !!
কত কাছে, তবু কত দূরে- আজকের ম্যাচেই অবস্থাটা এমনই। তবে এবারই প্রথম নয়, বাংলাদেশ ক্রিকেট দল এমন অবস্থায় পড়েছে অনেকবার।
কখনো ১ রান, কখনো ২ রান আবার কখনো শেষ বলে ছক্কা খেয়ে হেরে যাওয়ার ঘটনা খুব একটা পুরনো নয়। সে তুলনায় ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের শেষ ম্যাচটি বরং মেনে নেওয়া যায়।
পুরস্কার বিতরণী মঞ্চে ৪৪ বলে ৮১ রান করা সাহসী তরুণ নাঈম শেখের প্রশংসা করতে ভোলেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তিনি বলেন, ‘আমি মনে করি নাঈম খুবই প্রতিভাবান একজন ব্যাটসম্যান। সে যেভাবে তার ইনিংসটা সাজালো। খুবই শান্ত এবং সুস্থির থেকে। এছাড়া বোলিংয়ে আমাদের তিন পেসারই পরিকল্পনা মোতাবেক বোলিং করেছে। পুরো সিরিজেই তারা দুর্দান্ত করেছে।’
মাহমুদউল্লাহ বলেন, নাইম ও মিঠুন যেভাবে জুটি গড়েছিল, আমাদের সত্যিই দারুণ সুযোগ ছিলো। কিন্তু আমরা দ্রুত উইকেট হারিয়েছি, যা আমাদের হাত থেকে ম্যাচটা নিয়ে গিয়েছে।
বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, এক পর্যায়ে ৫ ওভারে ৪৯ করতে হতো। আমাদের তখনও সুযোগ ছিল, কিন্তু আমরা তা হারিয়েছি। ছেলেরা মাঠে যে চেষ্টাটা করেছে তা সত্যিই প্রশংসনীয়।