নাগরিকত্ব আইন উল্টো কথা বলছেন দিল্লির শাহী ইমাম !!
ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। এরই মধ্যে মুসলিমদের অন্যরকম বার্তা দিলেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম। তার মতে, নাগরিকত্ব বিলের সঙ্গে ভারতীয় মুসলিমদের কোনও সম্পর্ক নেই।
মঙ্গলবার শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বলেন, ‘প্রতিবাদ করা গণতান্ত্রিক অধিকার। কেউ তা থেকে আমাদের বিরত করতে পারে না। তবে সেই প্রতিবাদে নিয়ন্ত্রণ থাকা উচিৎ। আবেগে নিয়ন্ত্রণ আনাটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’
তিনি আরও বলেন, ‘এই আইনে ভারতে বসবাসকারী মুসলিমদের কোনও সমস্যা হবে না। সমস্যা হবে পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্তান থেকে আসা মুসলিম শরণার্থীদের।’
তবে অনেকেই বলছেন, যদি পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্তানের মুসলিম শরণার্থীদেরই সমস্যা হয় তাহলে তো সমস্যা আমাদের মুসলিম সম্প্রদায়েরই ।