নাগরিকত্ব আইন ঠেকানোর ক্ষমতা মমতার নেইঃ বিজেপির প্রধান !!
ভারতে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) আইন নিয়ে যখন ভারত জূড়ে আন্দোলন-বিক্ষোভ চলছে। তাদের সঙ্গে সুর মিলিয়ে গণআন্দোলোনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু মমতার এ আন্দোলন কে উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান দিলীপ ঘোষ বলেছেন, নাগরিকত্ব আইন প্রথম চালু হবে মমতার রাজ্যেই। এটি ঠেকানোর ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার দল তৃণমূল কংগ্রেসের নেই বলেও মন্তব্য করেছেন তিনি। খবর এনডিটিভির।
তিনি সমালোচনা করে শনিবার এ বিজেপি নেতা বলেন, এর আগে মমতা ৩৭০ ধারা ও নোট বাতিলেরও বিরোধিতা করেছিলেন। কিন্তু কেন্দ্র সরকারকে তা কার্যকর করা থেকে বিরত রাখতে পারেননি। এবার নতুন নাগরিকত্ব আইনেও সেটিই হবে। আর পশ্চিমবঙ্গই হবে নাগরিকত্ব আইন চালু হওয়া প্রথম রাজ্য। মমতা বা তার দল পারলে এটি ঠেকিয়ে দেখাক।