নাগরিকত্ব আইন প্রত্যাহারের কোনো প্রশ্নই উঠে না !!
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সংখ্যালঘু বিরোধী নয়। তাই এটি প্রত্যাহারের কোনো প্রশ্নই উঠে না।
ভারতের যোধপুরে সংশোধিত নাগরিকত্ব আইনপন্থী এক জনসভা থেকে বিজেপি সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করছে। সিএএ নিয়ে ভুল তথ্য পরিবেশনা করছে। মমতা ব্যানার্জি, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি আর কংগ্রেস এই আইনের বিরোধিতা করছে। তারা মিথ্যা প্রচার করছে।
এদিকে, এই আইনের বিরোধীরা বলছে, এই আইন মুসলিম ভাবাবেগ বিরোধী আর সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। আর কেরালা বিধানসভা সিএএ বিরোধী একটা প্রস্তাব পাস করেছে। যাতে উল্লেখ, সে রাজ্যে কার্যকর হবে না এই আইন। নয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তাদের রাজ্যে এই আইন কার্যকর হবে না।