নাগরিকত্ব বিলের প্রতিবাদে কেরালার মুখ্যমন্ত্রী অনশনে !!
ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া নাগরিকত্ব বিল নিয়ে উত্তাল দেশটির বিভিন্ন রাজ্য। আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে চলছে লাগাতার বিক্ষোভ। আসাম ও মেঘালয়ে ইতোমধ্যে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ, পুলিশের সাথে সংঘর্ষে মারা গিয়েছেন অন্তত ১৫ জন।
পশ্চিমবঙ্গে এখনো কারফিউ জারি না হলেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এছাড়া দিল্লিতেও শিক্ষার্থীরা আগুন দিয়েছেন তিনটি বাসে।বিতর্কিত নাগরিকত্ব (সংশোধিত) আইনের প্রতিবাদে অনশনে বসছেন কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন। রবিবার (১৫ ডিসেম্বর) এই তথ্য জানা গেছে।
তিনি বলেছেন, আন্দোলনের নামে কেউ যাতে ভাঙচুর অগ্নিসংযোগ করতে না পারে সেজন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে। কেরালা সিপিএম জানিয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী, কেরালা সিপিএম ও কয়েকটি অবিজেপি জাতীয় দলের নেতৃত্ব তিরুবনন্তপুরমের পালায়মের শহিদ মিনারের কাছে অনশনে বসছেন। দলের নেতারা বলছেন, বিক্ষোভের নামে ধ্বংসাত্নক কাজকর্ম এড়াতেই আসলে অনশনের মতো কর্মসূচি বেছে নেয়া হয়েছে। এটা ছাড়া বিজেপিকে ঠেকানোর আর কোনো উপায় নেই।