নারিকেল গাছ দিয়ে নৌকাকে হারিয়ে দিলেন বিদ্রোহী প্রার্থী !!
নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পরাজয়ের শক্ত ভিত্তিই তৈরী করে দেবে কাঙ্খিত বিজয় অর্জনের প্রেরণা। অনেক প্রার্থী বলে থাকেন ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে। তবে বাস্তবতা ভিন্ন।
নতুন খবর হচ্ছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীকের মো. মুকিতুর রহমান রাফী ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী বিএনপির মো. ফারুক আহম্মেদ ভোট পেয়েছেন ৫ হাজার ৪৯৪টি। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫ হাজার ৩৯টি।