নারী ভেবে নিজের খোলামেলা ছবি দিয়ে চরম বেকায়দায় যুবক !!
সামাজিক যোগাযোগের মাধ্যমে নারী পরিচয় দিয়ে বন্ধুত্ব করে ‘সেক্স চ্যাটের’ বাহানায় পুরুষদের ন’গ্ন ছবি হাতিয়ে নিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্প্রতি এভাবে প্রতারিত হয়ে ভারতের গুজরাটের সাইবার সেলে অভিযোগ করেছেন ২৯ বছর বয়সী এক ব্যক্তি।’
জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি ফাঁদে পড়েছিলেন সেই প্রতারকের। তার ন’গ্ন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বেশ কয়েকবার টাকাও নিয়েছে প্রতারক। একপর্যায়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত ব্যক্তি। বিষয়টি নিয়ে গুজরাটের ডিসিপি সাইবার সেল রাজদীপসিন ঝালা বলেছেন, ভারতীয় দণ্ডবিধির ৩৮৪ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, এক নারীর সঙ্গে তার নিয়মিত কথা হত।
সেই কিছুদিন পর ন’গ্ন ছবি চায়। তা পাঠানোর পরই ব্ল্যাকমেইল করতে শুরু করে। ডিসিপি আরও বলেছেন, প্রতারিত হওয়ার পর ওই ব্যক্তি বুঝতে পারেন প্রতারক আসলে কোনো নারী নন, তিনি পুরুষ। প্রথমবার টাকা নেওয়ার পর ওই অ্যাকাউন্টটিও ডিলিট করে দেওয়া হয়েছে। যদিও ফেক অ্যাকাউন্ট চালানো ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।