অন্যের স্ত্রীকে বিয়ে, নাসিরের বিরুদ্ধে জিডি !!
গত রোববার (১৪ ফেব্রুয়ারি) বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। এরপর গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও গতকাল শুক্রবার হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। এরই মধ্যে অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।
আজ শনিবার দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও।
এ বিষয়ে আইনগত পদক্ষেপও নিয়েছেন তামিমার স্বামী রাকিব হাসান। এই ইস্যু নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছেন তিনি।উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জিডির তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নাসিসের স্ত্রীর সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে গত ১৮ ফেব্রুয়ারি একটি সাধারাণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।’ উৎস: দৈনিক আমাদের সময়।