নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ফের ভ’য়াবহ হা’মলার হু’মকি !!
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নুর মসজিদে ভ’য়াবহ হ’ত্যাকাণ্ডের বছরপূর্তিতে ফের সেখানে হা’মলার হু’মকি দিয়েছে উ’গ্র ডানপন্থী স’ন্ত্রাসীরা। সম্প্রতি এ ধরনের হু’মকি পাওয়ার পর থেকে তদন্তে নেমেছে দেশটির পুলিশ।
তারা জানায়, সোমবার সকালে নাগরিকদের কাছ থেকে তারা এ সংক্রান্ত রিপোর্ট পেয়েছেন।
জানা যায়, গোপন বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে মসজিদটিতে নতুন করে হা’মলার হু’মকি দেয়া হয়েছে।গত ২ মার্চ মুখমণ্ডল ও মাথায় কালো কাপড় পরিহিত এক তরুণ আল-নুর সমজিদের সামনে গাড়িতে বসে হুমকিসংবলিত একটি ছবি অ্যাপটিতে ছাড়ে। অবশ্য কিছুক্ষণ পরই তা মুছে দেয়া হয়।
মূলত উ’গ্র ডানপন্থীরা এই অ্যাপটিকে তাদের প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে জানিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা জন প্রাইস গণমাধ্যমকে বলেন, টেলিগ্রাম থেকে হু’মকিসংবলিত ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। তারপরও হুমকিদাতাকে খুঁজে বের করার ব্যাপারে আশাবাদী পুলিশ।তিনি বলেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা জাতির ক্ষ’তি করার অধিকার কারো নেই। নিউজিল্যান্ডের ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে তা মানানসই নয়। এই দেশে স’ন্ত্রাসের কোনো জায়গা নেই।
উল্লেখ্য, গত বছরের ১৫ মার্চের ওই হা’মলার পর থেকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠবাদীরা আরও সা’হসী হয়ে উঠেছেন বলে অভিযোগ করেন মুসল্লিরা। আল-নুর ও লিনউড মসজিদে অস্ট্রেলিয়ার এক যুবকের হা’মলায় ৫১ মুসল্লি নি’হত হন।আধুনিক ইতিহাসে এটাই দেশটিতে সবচেয়ে ভ’য়ঙ্কর স’ন্ত্রাসী হামলা।