নিজেদের সমকামী জীবন নিয়ে মুখ খুলে যা বললেন ২ সৌদি নারী !!
প্রকাশ্যেই একটি আরবি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে নিজেদের সমকামী জীবন নিয়ে মুখ খুলেছেন দুই সৌদি নারী। সৌদি আরবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড। আর তাই সৌদি আরব থেকে পালিয়ে লন্ডনে আশ্রয় নেন ফাদ এবং নাজ নামের সমকামী নারী যুগল। নাজ জানান, স্ন্যাপচ্যাট থেকেই তিনি ফাদের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হন।
কিশোরী অবস্থা থেকেই নাজ বুঝতে পারেন যে তিনি একটু আলাদা। আর তখন থেকেই তিনি ছেলেদের পোশাক পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তবে এতে পরিবারের বাধা ছিল বলেও জানান নাজঁ।ওই টিভি চ্যানেল সমকামী নারী যুগলের সৌদি আরবে থাকাকালীন এবং বর্তমানের বিভিন্ন ছবি প্রকাশ করেছে।
ইসলামিক দেশগুলোতে সমকামিতার বিষয়ে কঠোর আইন রয়েছে। আর তাই ২০১৮ সালে লন্ডনে আসার পর ফাদ এবং নাজঁ রাজনৈতিক আশ্রয় পান। টেলিভিশন শোতে এসে সমকামিতার কথা জানানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে একজন লেখেন, প্রত্যেকের স্বাধীনতা আছে তারা যা চায় সেটি করার।