নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের কেনাকাটায় গিয়ে প্রবাসীর স্ত্রীর কাণ্ড !!
শিশু সন্তানকে নিয়ে ঈদ মার্কেট করতে এসেছিলেন প্রবাসীর স্ত্রী। পুলিশের ভ’য়ে জুতার দোকান থেকে বের হয়ে মা-সন্তান চলে যান যে যার মতো করে। এরই মধ্যে সন্তানের জন্য মায়ের কা’ন্না। এগিয়ে এসে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। প্রায় এক ঘণ্টা পর জানা যায় ৯ বছরের ওই শিশু বাড়িতে চলে গেছে।
শুক্রবার (১৫ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণের মধ্যে শিশু হারানোর বিষয়টি এলাকায় নাড়া পড়ে যায়। অনেকে এটাকে ওই নারীর ‘খেসারত’ হিসেবেও উল্লেখ করেন।খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন-চারদিন ধরে আখাউড়ায় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে যেন চলছে চো’র-পুলিশ খেলা। খুব সকাল থেকেই পৌর এলাকাসহ গ্রামে-গঞ্জের সব ধরনের দোকানপাট খুলে বসছেন ব্যবসায়ীরা।
ভ্রাম্যমাণ আদালত, পুলিশ কিংবা সংশ্লিষ্টরা এলে কিছু সময়ের জন্য দোকান বন্ধ রাখাহয়। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ক্রেতা-বিক্রেতাকে জরিমানার পাশাপাশি কয়েকটি দোকানে তালাও লাগিয়ে দেন। এতেও দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।
আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের সালমা বেগম নামে এক গৃহবধূ ঈদের বাজার করতে আখাউড়ার সড়ক বাজার আসেন। এ সময় পুলিশ টহলে এলে ওই নারীর সঙ্গে থাকা শিশু মেয়েটি জুতার দোকান থেকে বেরিয়ে পড়ে। এরই মধ্যে ওই নারী কান্নাকাটি শুরু করেন। পরে পুলিশের এসআই তাজুল ইসলাম হাতে থাকা মাইক নিয়ে বিষয়টি সবাইকে অবগতও করেন। প্রায় এক ঘণ্টা পর খবর পাওয়া যায় ওই শিশু তার বাড়িতে চলে গেছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, ক্রেতা-বিক্রেতাকে জরিমানা করেও বাজারগুলোতে লোক সমাগম কমানো যাচ্ছে না। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে প্রয়োজনে আরও কঠোর হতে হবে আমদের।