নীলফামারীতে আজহারীর মাহফিলে ১০ লক্ষাধিক লোকের আয়োজন !!
বর্তমান সময়ে দেশের সবচী জনপ্রিয় ও আলোচিত ইসলামে প্রচারক ও বক্তা হলেন মিজানুর রহমান আজহারী। শুধু দেশেই নয় বিদেশেও তাঁর সুনাম কম নয়। আজহারীর সুমধুর কণ্ঠের জাদুতে যেন উন্মোখ হয়ে থাকেন যুবকরা । বিশেষ করে ইংরেজি শব্দ উচ্চারণ আর সমসাময়িক বিষয় নিয়ে তার উপস্থাপিত বক্তব্য ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয় কেড়েছে।
তাই কোন জায়গায় মিজানুর রহমান আজহারীর কোন মাহফিলের কথা শুনলেই উপচে পড়ে ভিড় করে ভক্তরা । আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) নীলফামারী সদরে আলোড়ন সৃষ্টিকারী এই বক্তার মাহফিল অনুষ্ঠিত হবে। তাই ,মাহফিলে প্রায় ১০ লক্ষ লোকের সমাগমের টার্গেট নিয়ে আয়োজন করেছে কর্তৃপক্ষ।
সুত্রে জানা যায়, নীলফামারী সদরের চড়াইখোলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ মাহফিলে প্রায় ১০ লক্ষ লোকের সমাগমের টার্গেট নিয়ে মাঠের প্যান্ডেল করা হয়েছে আট লক্ষ বর্গ ফুট। স্টেজ ১২০০ বর্গ ফুট। মাইকের ব্যবস্থা রাখা হয়েছে ৩০০টি। মেডিক্যাল টিম রয়েছে ২টি, এম্বুলেন্স ১টি, ফায়ার সার্ভিস ১টি, ভ্রাম্যমাণ টয়লেট প্রায় ১০০টি, ১ হাজার ৫০০টি টিউব লাইট, ৫০টি সার্চলাইট, প্রজেক্টর ১২টি, এলইডি পর্দা ২টা (প্রতিটি ২১৬ স্কায়ারফিট)। মোটর গ্যারেজ করা হয়েছে ৪টি।