নীলফামারীতে তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে !!
তীব্র ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে নীলফামারীর জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট। মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। খেটে খাওয়া মানুষজন শীত ও কুয়াশার কারণে কাজে যেতে পারছেন না।
দুপুরের পর সূর্যের দেখা মিললেও তেমন উত্তাপ ছড়াতে পাড়ছেনা। স্থানীয় আবহাওয়া অফিস সুত্র মতে আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখা।
শহরের উকিলপাড়ায় শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, শহর আমীর এ্যাডভোকেট আল ফারুক ও শহর সেক্রেটারী এ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ।