নুরুরের উপর হা’মলাকারীদের বিচারের ২৪ ঘন্টার আল্টিমেটাম !!
ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হা’মলকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে স’ন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য। গ্রেফতারের দাবিতে আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ শুরু হয়।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিয়ে মধুর ক্যান্টিন হয়ে প্রক্টরের কার্যালযয়ের সামনে এসে অবস্থান নেয়। এসময় মিছিল থেকে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে’, ‘নির্লজ্জ প্রক্টর, ধিক্কার ধিক্কার’, ‘ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও’, ‘শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
শুধু তাই নয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি সহ, প্রক্টরের পদত্যাগ দাবি করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ।