নুসরাতের জন্মদিনে ভাইয়ের আবেগঘন যে স্ট্যাটাস !!
অগ্নিশিখায় ঝলসিয়ে নির্মমভাবে হ’ত্যা করা হয়েছিল সোনাগাজীর, মাদ্রাসা পড়ুয়া ছাত্রী নুসরাত জাহান রাফিকে। গতকাল ২০ নভেম্বর ছিল সেই নুসরাতের জন্মদিন। ১৯৯৯ সালের এই দিনে নুসরাত সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম একে এম মুছা, মাতার নাম শিরিনা আক্তার। নুসরাতের জন্মদিনে তার ছোট ভাই রাশেদুল হাসান রায়হান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। রায়হানের স্ট্যাটাসটি বিডি২৪লাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
‘রায়হান তুই আপুরে কিয়া গিফট দিবি?- গত বছরের এই দিনে, এই কথাটি বলে, আজ তুই চির নিদ্রায় শায়িত। দু চোখের অশ্রু ছাড়া দেওয়ার মতো কিছুই নেই। শুভ জন্মদিন আপুনি।’
প্রসঙ্গত, চলতি বছরের ২৭ মার্চ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে শ্লীলতাহানি শিকার হয়ে প্রতিবাদ করতে গিয়ে অধ্যক্ষের অনুগতদের হাতে আগুন সন্ত্রাসের শিকার হয়ে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মৃত্যুবরণ করেন।