নেই ক্রেতা, কমতে শুরু করেছে পেঁয়াজের দাম !!
সিলেটে পেঁয়াজের বাজারে নেই ক্রেতা তাই কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গতকাল রবিবার (১৭ নভেম্বর) সিলেটের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা। ক্রেতা না থাকায় মজুদ থাকা পিয়াজ কম দামেই বিক্রি করে দিচ্ছেন পাইকারী বিক্রেতারা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকায়। দাম আরও কমতে পারে।
কালিঘাটের এক ব্যবসায়ী জানান, শনি ও রবিবার প্রচুর পরিমাণে ভারতীয় পিয়াজ সিলেটের বাজারে ঢুকেছে। এতে করে বাজারে পিয়াজের সে সংকট ছিল সে সমস্যার সমাধান হয়েছে। ব্যবসায়ীরা পিয়াজ স্টক করলেও কাঙ্ক্ষিত সংখ্যক ক্রেতা না থাকায় বাজারে কম দামেই পিয়াজ বিক্রি করে দিচ্ছেন দোকানদাররা।কালিঘাটের কিসমত আড়তের পরিচালক নীলাঞ্জন দাস টুকু জানান, আড়তে ক্রেতার সংখ্যা খুবই কম। ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।