নেত্রকোনায় শোবার ঘর থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার!
নেত্রকোনা সদর উপজেলার শয়নকক্ষ থেকে শরিফা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) দুপুরে মদনপুর ইউনিয়নের কানসা এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত শরিফা আক্তার কানসা এলাকার মৃত মহর আলীর মেয়ে এবং একই ইউনিয়নের সাজিউড়া গ্রামের প্রবাসী রিপন মিয়ার (৪২) স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত শরীফা আক্তারের স্বামী রিপন মিয়া গত তিন বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের মেয়ে সাদিয়া আক্তার (১৩) স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী এবং ছেলে রিফাত মিয়া মাদ্রাসায় পড়ছে।
পুলিশ জানায়, শরিফা আক্তার বিয়ের কয়েকদিন পর বাবার বাড়ির পাশে একটি বাড়ি তৈরি করে স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন।
শুক্রবার (২০ আগস্ট) বরাবরের মতো রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর মেয়ে সাদিয়া আক্তার তার মায়ের শিরশ্ছেদ লাশ দেখতে পান। স্থানীয়রা থানায় খবর দিলে নেত্রকোনা মডেল থানা ও ময়মনসিংহ সিআইডি পুলিশ ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। বিভিন্ন আলামত সংগ্রহের পর লাশ দুপুর ১২ টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।