নৌকায় নারীকে ধর্ষণের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার!
কুড়িগ্রামের চিলমারীতে এক নারীকে নৌকায় ধর্ষণের ঘটনায় রেয়াজুল হক জোদ্দার নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার লালমনিরহাট তিস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে চিলমারী মডেল থানায় আনা হয়।
গ্রেফতারকৃত রিয়াজুল হক জোদ্দার উপজেলার চিলমারী ইউনিয়নের চর কারাইবাড়িশাল এলাকার মৃত ফুলগানি মিয়ার ছেলে এবং চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি।
চিলমারী থানার এসআই মিতু আহমেদ জানান, ২৫ জুলাই তার স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত এক নারী ধর্ষিত হয়েছেন। এ ব্যাপারে যখন একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়, তখন অভিযুক্ত রিয়াজুল হক জোদ্দার দীর্ঘদিন পলাতক ছিলেন।
পরে গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার সহায়তায় লালমনিরহাট তিস্তা এলাকা থেকে রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করা হয়। পরে শনিবার নিয়ম অনুযায়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়।