পদ্মায় জেলের জালে ধরা পরলো বিরল প্রজাতির ডলফিন !!
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা নদীতে এক জেলের কারেন্ট জালে একটি বিরল প্রজাতির ডলফিন ধরা পড়েছে। ডলফিনটির ওজন প্রায় ৩০ কেজি।সোমবার সকাল ১০টার দিকে চাঁদপুরের পদ্মা-মেঘনার মোহনা থেকে কয়েকশত গজ পশ্চিমে এটি ধরা পড়। পরে ডলফিনটি নদীতে ছেড়ে দেয়া হয়।
উপজেলা মৎস্য বিভাগ বলছে, ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা নদীতে এই প্রথম বার ডলফিন ধরার ঘটনা ঘটলো। তাছাড়া এখানে অনেক শুশুকের দেখা মিলে।জেলে কাঁচিকাটা ইউনিয়নের বাসিন্দা মোস্তফা মোল্যা বলেন, সোমবার সকালে নদীতে জাল ফেলার পর আমারা কয়েকজন জেলে মিলে জালটি তুলতে পারছিলাম না। বড় মাছ ভেবে অনেক কষ্ট করে জাল তোলার পর এটি দেখতে পাই। কিন্তু আমরা এটাকে শুশুকের বাচ্চা মনে করেছিলাম।
কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান বলেন, আমার ইউনিয়নের এক জেলের জালে শুশুকের মত একটি প্রাণী ধরার পড় তারা সেটিকে আবার নদীতেই ছেড়ে দিয়েছে। তবে ডলফিন কিনা তা জানি না।ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আবদুস সামাদ বলেন, আমাদের উপজেলাধীন নদীগুলোতে বিভিন্ন প্রজাতির শুশুক রয়েছে। তবে ছবি দেখে মনে হচ্ছে এটি ডলফিনের বাচ্চা। বর্তমানে নদীগুলোতে এ প্রজাতির ডলফিন খুব একটা দেখা মিলে না।