পদ্মায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জনকে নিয়ে ডুবল মাইক্রোবাস !!
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ৫নং ঘাটে মাইক্রোবাস পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচজনকে নিয়ে পদ্মায় ডুবে যায়। তবে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনার পর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে।
আরিচা ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৮টার দিকে কুয়াশার মাত্রা কমে আসলে ফেরি চলাচল আবার শুরু হয়। এতে সকাল সাড়ে ৯টার দিকে ৫নং ঘাট এলাকার পল্টুনে ওঠার আগে মাইক্রোবাস পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে পাঁচজনকে জীবিত উদ্ধার করে। অন্যদিকে মাইক্রোবাসটি শনাক্ত করে পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মানিকগঞ্জের আরিচা ফায়ার স্টেশনের অফিসার মো. মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।