পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ, আবেদন ৭০০০ প্রকৌশলী-স্নাতকের !!
এবার ৭ হাজার প্রকৌশলী ও স্নাতক সম্পন্ন যুবক সাফাই বা পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরির জন্য আবেদন করেছেন। জানা গেছে, ওই পদে ৫৪৯ জনকে নিয়োগ দেবে ভারত সরকার। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার মাত্র তিন দিনেই এই সংখ্যক আবেদন পড়েছে।
এদিকে আবেদনকারীদের মধ্যে বেশিরভাগই প্রকৌশলবিদ্যায় উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। স্নাতক এবং ডিপ্লোমা কোর্স সম্পন্নরাও পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরির জন্য আবেদন করেছেন।
এ ব্যাপারে অনেকেই বলছেন, বেকারত্বের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। তবে কিছু ক্ষেত্রে অনেকেই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তারা মাসে গড়ে ১৫ হাজার রুপি আয় করেন।
এদিকে জানা গেছে, গত ১০ বছর ধরে যারা ছাফাই কর্মীর কাজ করছেন, কিন্তু এখনো নিয়মিত হতে পারেননি, তারাও আবেদন করেছেন।
আবার অনেকেই বলছেন, পড়াশোনা শেষের পর অনেকেই মাত্র ছয় হাজার রুপি মাসে রোজগার করতেই হিমশিম খান। সে কারণে, সাফাইকর্মী পদে চাকরির নিয়োগ দেখেও তারা আবেদন করেছেন।