পাকিস্তানী অভিনেত্রীর এক ছবিতেই গরম হলো ইনস্টাগ্রাম !!
পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান এক ছবি দিয়েই সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন। মঙ্গলবার নিজের ওয়ালে ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘কেউ বলেছিলেন ছবিটি ‘অ্যাডজাস্ট’ করতে। ভাই আমি অ্যাডজাস্ট করি না।’ ক্যারিয়ারের শুরুতে ‘রইস’ সিনেমা দিয়ে অভিষেক হওয়া এই অভিনেত্রীর পোস্ট করা ছবি দেখে চমকে ওঠেন তার ৫৪ লাখ ফলোয়ার।
ছবিটি দেখে নায়িকা শুয়ে রয়েছেন এমন মনে হলেও ভালো করে খেয়াল করলে বোঝা যাবে, মাহিরা দাঁড়িয়ে রয়েছেন। বরং ছবিটিই এমন ভাবে রয়েছে মনে হচ্ছে তিনি শুয়ে রয়েছেন। অভিনেত্রীর এই ছবিতে প্রায় দুই লাখ লাইক পড়েছে। অভিনেত্রীর প্রশংসা করে শত শত কমেন্ট জমা পড়েছে।
একজন লেখেন, ‘মজাদার ক্যাপশন।’ আপনি যেমন, তাতেই সুন্দর বলে প্রশংসা করেছেন আরেকজন। একজন লিখেছেন, ‘আপনার অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই।’ অন্যদিকে ‘এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আপনি শুয়ে রয়েছেন।’ বলেও মন্তব্য করে ফেলেছেন এক ভক্ত।