পাকিস্তানের জন্য দুঃসংবাদ, বিপদে ইমরান খান !!
পাকিস্তানের জন্য দুঃসংবাদ। সমগ্র দুনিয়া থেকে বয়কট করা হচ্ছে এই রাষ্ট্রকে। আর তাতেই মাথায় হাত পড়েছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের। এশিয়া ইন্টারনেট কোয়ালিশনের পক্ষ থেকে ইমরান-সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে। জানা গেছে, নেট দুনিয়া থেকে বরখাস্ত হয়ে যাবে এই দেশ। খবর বিজনেস টুডের।
ফেসবুক, টুইটার ও গুগুলের পক্ষ থেকে পাকিস্তানকে পরিষেবা বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। মূলত, নেট দুনিয়ার নিয়মভঙ্গের অপরাধেই এই শাস্তি পেতে চলেছে পাকিস্তান। দেশের প্রায় ৭ কোটি ইন্টারনেট ব্যবহারকারী নেট দুনিয়ার অপব্যবহার করায় পরিষেবা চালু রাখতে অসুবিধা হচ্ছে বলে জানাচ্ছে শিয়া ইন্টারনেট কোয়ালিশন (এসিআই)।
সোশ্যাল মিডিয়াসহ গুগুলের বক্তব্য, দেশের সেন্সরশিপ নিয়ম বানানোর সময় কোনও এক্সপার্টের পরামর্শ নেয়নি পাকিস্তান। পাক-সেন্সরশিপ আইনে আপত্তিজনক বিষয়বস্তুর উপর কোনও নিষেধাজ্ঞার কথা স্পষ্টভাবে বলা হয়নি। এই বিষয়ে সংস্থার পক্ষ থেকে ইমরান খানকে চিঠি দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, পাকিস্তান কি আদৌ এই বিষয়ে কর্ণপাত করে কিনা।