পাকিস্তানের বিরোধী দলগুলো সর্বদলীয় বৈঠকে বসছে !!
পাকিস্তানে বিরোধী দলগুলোকে নিয়ে সর্বদলীয় কনফারেন্সের ডাক দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান।আগামী ২৬ নভেম্বর ইসলামাবাদে এ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে ডন ও জিয়ো নিউজের খবরে বলা হয়েছে।
সদ্য সমাপ্ত আজাদি মার্চের পর্যালোচনা ও ইমরান খানকে হটাতে জোটবদ্ধভাবে বড় ধরণের কর্মসূচি নিয়ে এবারের বৈঠকে আলোচনা হতে পারে ।বিষয়টি নিয়ে ইতিমধ্যে পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ও মুসলিম লীগ সাধারন সম্পাদক আহসান ইকবালের সঙ্গে কথা বলেছেন মাওলানা ফজলুর রহমান।
সরকারবিরোধী আন্দোলনের খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েই সর্বদলীয় কনফারেন্স করবেন পাকিস্তানের বিরোধী দলগুলো।গত ২৮ অক্টোবর করাচি থেকে লাখো জনতার বহর নিয়ে ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ করেন মাওলানা ফজলুর রহমান।‘মাওলানা আ-রা-হাহে…মাওলানা আ-রা-হাহে’ স্লোগান দিতে দিতে পাঞ্জাব হয়ে ইসলামাবাদ আসার পরই এই মিছিল বৈশ্বিক মনযোগ কেড়ে নেয়।১৪ দিন অবস্থানের পর ‘প্ল্যান-বি’র আওতায় দেশটির গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে রাখেন জমিয়তের নেতাকর্মীরা।