পাকিস্তানে খেলতে যেতে চায় না টাইগাররা !!
ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু টাইগাররা নিরাপত্তার কারনে ওই সিরিজ খেলতে রাজি নন।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ক্রিকেটাররা তিন সপ্তাহের বেশি সময় ধরে থাকার জন্য পাকিস্তান যেতে চাননা। কোচিং স্টাফরা আগেই নিজেদের অসমর্থন জানিয়ে দিয়েছেন।
এই বিষয়ে বিসিবির প্রধান বলেছেন, ‘বিষয়টি তারা জানিয়েছেন, কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আনুষ্ঠানিক কিছু হলেই আরও বিস্তারিত জানাতে পারবো।’
প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে প্রায় দশ বছর পাকিস্তানে বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট৷ তবে পাকিস্তানে ক্রিকেট ফেরাতে চেষ্টার কোন ত্রুটি রাখছে না সেদেশের ক্রিকেট বোর্ড।