পাকিস্তান সফরে যেতে শর্ত দিল বাংলাদেশি ক্রিকেটাররা !!
ভারত সফর দিয়েই এই বছর শেষ করেছে বাংলাদেশ দল। আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
কিন্তু পাকিস্তানের লম্বা সময়ের জন্য যেতে নারাজ বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ৭-৮ দিনের মধ্যেই হয়ে যাবে। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজ মিলিয়ে তা ২১ দিন বা তার বেশি সময় লাগবে।
পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হলেও টেস্ট সিরিজ খেলতে রাজি নয় বাংলাদেশ দল। লম্বা সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে রাজি নয় টাইগাররা। এক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলাপ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ প্রসঙ্গে এক বিসিবি কর্মকর্তা বলেন, ‘ক্রিকেটাররা তিন সপ্তাহের বেশি সময় ধরে থাকার জন্য পাকিস্তান যেতে চাননা। কোচিং স্টাফরা আগেই নিজেদের অসমর্থন জানিয়ে দিয়েছেন। তিনটি টি-টোয়েন্টি পর্যন্ত ঠিক আছে, যা ৭-৮ দিনে শেষ হবে। কিন্তু ক্রিকেটাররা ২১ দিনের জন্য যেতে চায়না।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি পাকিস্তানে না যাই আমরা পিসিবিকে অনুরোধ করবো নিরপেক্ষ কোন ভেন্যুতে সিরিজটি আয়োজন করতে। যদি তেমনটি হয় তাহলে আশা করি আইসিসিও আমাদের অবস্থা আমলে নেবে।’