পার্লারে হল মেকওভার, বদলে গেলেন রানু মণ্ডল !!
রেলস্টেশনে বসে গান গাওয়া ভারতের রানু মন্ডল রানাঘাট থেকে বহুদিন আগেই মুম্বই পাড়ি দিয়েছেন । গানের জগতে খ্যাতি পাওয়ার পরই বারবার নিজেকে বদলে ফেলেছেন রানু মণ্ডল। এবার একটি বিউটি পার্লারে মেকওভার করালেন তিনি। কানপুরের সন্ধ্যা মেকওভার পার্লারে হয় রানু মণ্ডলের মেকওভার।
সন্ধ্যা মেকওভারে্র কানপুরের একটি পার্লারে নতুন শাখার উদ্বোধন হয়েছে, সেখানেই হয়েছে রানু মণ্ডলের। মেকওভারের পর রানু মণ্ডলের চেহারাই বদলে যায়। ইতিমধ্যেই রানু মণ্ডলের মেকওভারের ছবি ছড়িয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।