পাসপোর্ট করতে এসে যেভাবে ধরা পরলো রোহিঙ্গা যুবক !!
খুলনায় পাসপোর্ট করতে এসে একরাম উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেলে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়। আটক একরাম উল্লাহ মিয়ানমারের আরাকান রাজ্যের মেরুল্লা এলাকার বাসিন্দা।
খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান জানান, একরাম উল্লাহ পাসপোর্ট করতে এলে ফিঙ্গার প্রিন্ট দেয়ার সময় তাকে রোহিঙ্গা ডেটাবেজে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, একরাম উল্লাহ বাংলাদেশে এসেছেন দুই-তিন বছর আগে। তিনি খুলনা মহানগরীর রেলওয়ে গার্ড কলোনির ঠিকানা দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১০ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট করার জন্য দালালের সঙ্গে চুক্তি হয়েছিল বলে স্বীকার করেছেন একরাম। তার মা আরফা খাতুন বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন।