পায়েস খেয়ে করোনা থেকে মুক্তি, ভণ্ড কবিরাজের ভন্ডামি !!
চাঁপাইনবগঞ্জের শিবগঞ্চে মানুষকে পায়েস খেয়ে করোনাভা’ইরাস থেকে মুক্তি পাওয়ার গু’জব উঠেছে।পুলিশ জানায়, উপজেলার নামোখড়কপুর, কুঁইচাটোলা গ্রামের সেতুর ছেলে জাইগির, সাজ্জাদের ছেলে মহিবুল ও এস্তাব কবিরাজ স্বপ্নে দেখেন ২ শতাধীক মানুষকে পায়েস খাওয়ালে দেশ করোনামুক্ত হবে।
তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে শুক্রবার দুপুরে ২ শতাধীক মানুষের জন্য পায়েস রান্না করেন এবং স্থানীয়দের খেতে দেন।গোমস্তাপুর থানার এসআই আব্দুস সালাম জানান, বিষয়টি জানতে পেরে ভোলাহাট থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম ঘটনাস্থলে ছুটে যান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম গুজব রটনার দায়ে তিনজনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সঙ্গে তাদের রান্না করা খাবার নষ্ট না করে বাড়ি বাড়ি বিতরণ করে দেয় প্রশাসন।