পিপিই না পেয়ে ন’গ্ন হয়ে চিকিৎসকদের প্রতিবাদ !!
করোনা রোগীর সেবা দেওয়ার জন্য দরকার মাস্কসহ ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই। কিন্তু একাধিকবার আবেদন সত্ত্বেও তা না পেয়ে ন’গ্ন হয়ে প্রতিবাদ করেছেন একদল চিকিৎসক।
ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ জার্মানিতে। জার্মানির ওই চিকিৎসক দল বলছেন, ‘সুরক্ষা সরঞ্জাম ছাড়া করোনা রোগীদের সেবা দেওয়া ন’গ্নতারই সমান। তাই মাস্ক ও পিপিই না পেয়ে সম্পূর্ণ ন’গ্ন হয়ে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের মতে, ‘আমরা কতটা অরক্ষিত সেটা সরকারকে বোঝাতেই এই ন’গ্নতা।’
তাদের মধ্যে অনেকে পোশাক ছেড়ে শরীর ঢেকেছেন প্রেসক্রিপশনে। কেউ রোগীর রেকর্ড ফাইলে তো কেউ আবার লজ্জা লুকিয়েছেন মেডিকেল ইনস্ট্রুমেন্টের আড়ালে। এই প্রতিবাদের নাম দেওয়া হয়েছে, ‘ব্লাংকে বেডেকেন’ বাংলায় তর্জমা করলে যার অর্থ দাড়ায় ‘ন’গ্ন সংশয়’।
ব্যাতিক্রমী উপায়ে প্রতিবাদ জানানো ওই চিকিৎসকদের অভিযোগ, জার্মানিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর অর্থাৎ জানুয়ারির শেষ থেকে সরকারের কাছে সুরক্ষা সরঞ্জাম চেয়ে আসছেন তারা। কিন্তু তিন মাস কেটে গেলে তা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকরা পাচ্ছেন না। আর তাই অভিনব এমন প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা।