পৃথিবীতে পরবর্তী ম’হামারী আসতে পারে অ্যামাজন থেকে !!
বর্তমান সময়ে প্রা’ণঘাতী করোনার সাথে লড়ছে পৃথিবী। এরই মধ্যে এলো নতুন আরেক সতর্কতা। বিশ্বের পরবর্তী ম’হামারী ভা’ইরাস অ্যামাজন বন থেকে আসতে পারে বলে এবার সতর্ক করে দিয়েছেন ব্রাজিলের পরিবেশবিদ ডেভিড লাপোলা।
তিনি মনে করেন, প্রাণীর আবাসস্থলে মানুষের আক্রমণের ফলে করোনা ভা’ইরাসের সৃষ্টি হয়েছে। অ্যামাজনেও যেভাবে বন উজাড় করা হচ্ছে তাতে অচিরেই আরেকটি ম’হামারী দেখা দিতে পারে।বিজ্ঞানীরা মনে করেন, বাদুড়ের মাধ্যমেই করোনা ভা’ইরাসের সৃষ্টি হয়েছিল। যা অন্য কোনো প্রাণীর মাধ্যমে মানুষের দেহে পৌঁছেছে। বন্য অঞ্চলে নগরায়ন করলে প্রাণী থেকে বিভিন্ন রোগ মানুষের মধ্যে এভাবেই ছড়াতে পারে।
পরিবেশবিদ ডেভিড লাপোলা বলেন, অ্যামাজন বিশাল ভা’ইরাসের ঘাঁটি। আপনি যখন পরিবেশগত বৈষম্য তৈরি করবেন তখনই একটি ভা’ইরাস সামনে চলে আসতে পারে। আমাদের উচিৎ হবে আমাদের ভাগ্যকে পরীক্ষা না করা।গত বছর অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশে বন উজাড় করার হার বেড়েছে ৮৫ শতাংশ। ব্রাজিলিয়ান অ্যামাজনের ওই অংশে গত বছর প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার বন উজাড় করা হয়েছে। যা আকারে প্রায় লেবাননের সমান। সূত্র: এএফপি।