পৃথিবীর বাইরে ১১ মাস কাটিয়ে রেকর্ড ভাঙলেন মহিলা মহাকাশচারী !!
প্রায় আড়াই বছরের পুরনো রেকর্ড ভেঙে নাসার মহিলা নভচর ক্রিস্টিনা কোচ মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন।একটানা ৩২৮ দিন মহাকাশে কাটিয়ে বৃহস্পতিবার পৃথিবীতে ফেরেন তিনি। ভেঙে দিয়েছেন পেগি উইটসনের রেকর্ড। মহিলাদের মধ্যে তিনি একটানা সব থেকে বেশি দিন মহাকাশে কাটালেন। একটানা সব থেকে বেশি দিন মহাকাশে কাটানোর রেকর্ড এখন রয়েছে স্কট কেলি-র, তাঁর রেকর্ড ৩৪০ দিনের।
ক্রিস্টিনার মহাকাশ যান বৃহস্পতিবার কাজখস্তানে নামে। তাঁর সঙ্গে ছিলেন, ইউরোপ ও রাশিয়ার স্পেস এজেন্সির দুই মহাকাশচারী। এটি ছিল ক্রিস্টিনার প্রথম মহাকাশ যাত্রা। প্রথম যাত্রাতেই তিনি একাধিক রেকর্ড গড়ে ফেললেন।
নাসা টুইট করে জানিয়েছে, মার্কিন মহাকাশচারীদের মধ্যে এটাই দ্বিতীয় দীর্ঘতম মহাকাশ অভিযান।ক্রিস্টিনের পৃথিবীতে ফিরে আসার খবর, ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিও তাঁকে অভিনন্দন জানান। খবর: আনন্দবাজার