পেঁয়াজের প্রতি কেজি ৯ টাকা, কান্নায় ভেঙে পড়লেন কৃষক !!
এবার ভারতের মহারাষ্ট্রের রাজনীতিতে সরকার গঠন নিয়ে চলছে টানটান নাটক। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে শিবসেনা। কিন্তু রাজনীতির এই পাশা খেলার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হল, এক কৃষকের কান্নার ভিডিও।
এদিকে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজের প্রকাশতি এক প্রতিবেদনে জানা যায়, গত শনিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন কংগ্রেস নেতা সুনীল আহিরে। নিজের টুইটার পোস্টে তিনি জানান, আহমেদনগরের ওই কৃষক বাজারে পেঁয়াজের দাম পেয়েছেন প্রতি কেজিতে মাত্র আট টাকা (বাংলাদেশি মুদ্রায় ৯ টাকায় ৪৮ পয়সা)।
ওই দরে নিজের জমির পেঁয়াজ বিক্রি করে তিনি যে টাকা পেয়েছেন তা দিয়ে কিভাবে শ্রমিকদের মজুরি মেটাবেন, আর সংসার চালাবেন তা নিয়েই চিন্তিত তিনি। সে জন্যই কাঁদতে দেখা যাচ্ছে তাকে।
এ সময় কেঁদে কেঁদে তিনি বলেন, ‘আট টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে হল। শ্রমিকদের মজুরি কোথায় থেকে দেব? ঘরের লোকেদের কী খাওয়াব? ছেলেদের কী খাওয়াব?’