পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে যে সমাধান দিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী !!
জাতীয় সংসদ অধিবেশনের অনির্ধারিত আলোচনায় পেঁয়াজ নিয়ে উত্তাপ ছড়িয়েছে। একাধিক সাংসদ পেঁয়াজের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে কড়া সমালোচনা করেছেন। এদের মধ্যে আছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংসদের অনির্ধারিত আলোচনায় অর্থমন্ত্রীর উদ্দেশে তোফায়েল বলেন, ‘যারা পেঁয়াজ আমদানি করেন, তাদের শুল্কমুক্ত সুবিধা দেন। অন্তত কিছুদিনের জন্য এটি করা হোক। ডিউটিটা শূন্য করে দেন। অর্থমন্ত্রী এ ধরনের একটি ঘোষণা দিলে পেঁয়াজের দামে প্রভাব পড়বে।’
তোফায়েল আহমেদ আরো বলেন, কয়েক দিন আগে ঘূর্ণিঝড় বুলবুল হলো, প্রাকৃতিক দুর্যোগ সেটির কারণে দাম একটু বেড়েছে। একটু না আজকে পত্রিকায় দেখলাম ২০০ টাকা কেজি। এটা আমরা কোনোদিন কল্পনা করি নাই। ভারতে পেঁয়াজের উৎপাদন হয় নাই বর্ষার কারণে। সাধারণত এগুলো আমরা আগেই মূল্যায়ন করি। আমাদের বাৎসরিক চাহিদা কত আমাদের আছে কত। আর যেটা ঘাটতি সেটা আগেই তুরস্ক, মিশরসহ মিয়ানমার থেকে আগেই আমদানি করার ব্যবস্থা করি। টিসিবি সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে।’