প্রকাশ হলো রোহিঙ্গা গ’ণহ’ত্যা মা’মলার রায় – ফেঁসে গেলেন সূচি !!
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণ’হ’ত্যা বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাম্বিয়ার করা মা’মলার রায় প্রদান করা হয়েছে আজ (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর তিনটায়।
এদিকে আইসিজেতে রোহিঙ্গা গ’ণহ’ত্যা মামলার রায় পড়ার সময়ে আদালতের প্রেসিডেন্ট আব্দুলকাবি আহমেদ ইউসুফ রাখাইনে রোহিঙ্গা নি’ধন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, “মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নি’ধন বন্ধ করতে হবে ।সেখানে যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।”
আজ (২৩ জানুয়ারি) নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রায় পড়ার সময় আহমেদ ইউসুফ বলেন, প্রতিটি জনগোষ্ঠীকে গ’ণহ’ত্যার হাত থেকে রক্ষা করার দায়িত্ব আদালতের।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর যে অ’ত্যাচার চালানো হয়েছে গাম্বিয়া সেসব তথ্য-প্রমাণ তুলে ধরেছে তা মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এবং তার বিপরীতে সুস্পষ্ট তথ্য আদালতে উপস্থাপন করতে পারেনি সূচি।