প্রতি’শোধ নিতে এলেই যুক্তরাষ্ট্রের ১০০টি মা’র্কিন স্থাপনা মাটিতে মিশে যাবে: ই’রান !!
জেনারেল কাসেম সো’লাইমনি হ’ত্যা’র পর মঙ্গলবার মধ্যরাতে ই’রাকে মা’র্কিন সে’না ও যৌথ বা’হিনী ব্যবহৃত দু’টি সামরিক ঘাঁটিতে হা’ম’লা করে ই’রান, যার মধ্যে একটি হল আল আসাদে এবং অপরটি হল ইরবিলে।
এর আগে জেনারেল কাসেম সো’লাইমনি হ’ত্যা’র পর প্রকাশ্যে ই’রানকে হুঁশি’য়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেনারেল সো’লাইমানি হ’ত্যা’র বদলা হিসাবে কোনো মা’র্কিন নাগরিক বা প্রতিষ্ঠানের উপর হা’ম’লা হলে, আমেরিকা ই’রানের আরও ৫২ জায়গা আক্রমণ করার জন্য চিহ্নিত করে রেখেছে বলে দাবি করেছিলেন ট্রাম্প।
তবে বুধবার মা’র্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশি’য়ারি দিয়েছে ই’রান। ই’রানের সেনা’বাহি’নীর বিশেষ সূত্রকে উদ্ধৃত করে ওই টিভি চ্যানেলে বলা হয়, ই’রাকে আরো ১০০টি জায়গা চিহ্নিত করে রাখা হয়েছে। মা’র্কিন যুক্তরাষ্ট্র প্রতিশোধ নিতে এলেই চিহ্নিত ওই ১০০টি জায়গায় পাল্টা আঘাত হানবে ই’রান।