প্রথম ওয়ানডে শক্তিশালী যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ !!
আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ইতিমধ্যেই সিরিজের প্রথম ওয়ানডের সম্ভাব্য একাদশ একরকম চূড়ান্ত হয়েই আছে। কেউ হঠাৎ ইনজুরিতে না পড়লে এই একাদশই নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এক প্রকার নিশ্চিত!
জানা গেছে প্রথম ওয়ানডের এই একাদশে আছেন সাতজন ব্যাটসম্যান, তিনজন পেসার ও দুই স্পেশালিস্ট স্পিনার। অধিনায়ক তামিম ইকবাল আর লিটন দাসই ওপেন করবেন। বরাবরের মতো তিন নম্বর পজিশন নিয়েই চলছিল জল্পনা-কল্পনা, তবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ভাবনায় সাকিব কিংবা সৌম্য নন, তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত।
বলার অপেক্ষা রাখে না বর্তমান সময়ে এই বাঁহাতি ব্যাটসম্যান দারুণ ধারাবাহিক। সেই প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টির পর দুটি প্র্যাকটিস ম্যাচে (২৭ ও ৬১) রান করেছেন।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন/তাসকিন আহমেদ।