প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আসিফ নজরুলের স্ট্যাটাস !!
সম্প্রতি রাজধানীর কুর্মিটোলায় রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ধ’র্ষ’ণ’কারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রী কেন নির্দেশ দিচ্ছেন না সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
আজ ৭ জানুয়ারি মঙ্গলবার সকালে ঢাবি ছাত্রীর ধ’র্ষ’ণ নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো।
তার সেই স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আসিফ নজরুল বলেন, ‘এদেশে একমাত্র প্রধানমন্ত্রী নির্দেশ দিলে কাজ হয়। তাহলে তিনি কুর্মিটোলার ধর্ষককে খুঁজে বের করে গ্রেফতারের নির্দেশ দিচ্ছেন না কেন, বুঝতে পারছি না। ধর্ষকের বিচার চাওয়ার জন্য এদেশে বিশ্বাবদ্যালয়ের সব ছাত্রছাত্রীকে রাস্তায় নামতে হয়।’
এর আগে গত রবিবার সন্ধ্যায় ক্লাস শেষে ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাওয়ার পথে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গ’ণ’ধ’র্ষ’ণের শিকার হন।এরপর গভীর রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি বর্তমানে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
এরপর গতকাল সোমবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে একটি ঝোপের মধ্য থেকে ভিকটিমের বই, ঘড়ি, ইনহেলার ও চাবির রিংসহ বেশ কিছু আলামত পাওয়া যায়।এদিকে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. ডা. সোহেল মাহমুদ।
এদিকে ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘটনার দিন রাতেই ধ’র্ষ’ক’দের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ছাত্রলীগ, ছাত্রদল ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিক্ষোভ করেছে।